সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লঙ্কানদের ১৭২ রানের লক্ষ্য দিলো টাইগাররা

  • ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে লঙ্কানদের ১৭২ রানের লক্ষ্য দিলো টাইগাররা। টসে হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা।

রোববার (২৪ অক্টোবর ২০২১) সংযুক্ত আরব আমিরাতের সারজায় ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

নাইম শেখ আর মুশফিকুর রহিম দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি আদায় করে নিয়েছেন। নাইম ৫২ বলে ৬২ করে আউট হলেও মুশফিক ৩৭ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, টসে হেরে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, ‘আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হবে।’ হয়েছেও তাই। বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে প্রথম ইনিংস শেষে এগিয়েই রাখতে হচ্ছে বাংলাদেশ দলকে।

বাংলাদেশের একাদশ :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ :
কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আশালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারাত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

সম্পর্কিত পোস্ট