সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক অঙ্গনে রূপায়ণ সিটি, পিডব্লিউসির সঙ্গে চুক্তিবদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক

দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রূপায়ন সিটি। এখন থেকে রূপায়ন ও পিডব্লিউসি যৌথভাবে রূপায়ণ সিটি উত্তরার এনুয়াল বিজনেস  প্ল্যান প্রস্তুত করবে।

বুধবার (১৭ নভেম্বর ২০২১) রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং প্রাইস ওয়াটার হাউস কুপার্স প্রাইভেট লিমিটেডের (পিডব্লিউসি) মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ তথ্য জানানো হয়।

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা প্রকল্প চালুর পর দেশে এবং দেশের বাইরে ব্যপক সাড়া পাওয়া যায়। প্রবাসী বাংলাদেশীদের অনুরোধে রূপায়ণ সিটি উত্তরার মতো নান্দনিক প্রকল্প দেশের বাইরে চালুর অনুরোধ আসলে, তা পূরণের লক্ষ্যে রূপায়ণ ও পিডব্লিউসি যৌথভাবে কাজ করবে।

১৩৪ বিঘা জমির উপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থহাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠানসহ আধুনিক নগর জীবনের সব আয়োজন।

এ ছাড়া ৬৩ শতাংশ উন্মুক্ত খোলা-মেলা যায়গার পাশাপাশি সাড়ে ৬ কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা রয়েছে।

বিশ্বব্যাপী, প্রাইস ওয়াটার হাউস কুপার্স ইন্টারন্যাশনাল লিমিটেড (পিডব্লিউসি) একটি বৃহত্তম অ্যাকাউন্টিং এবং পরামর্শকারী সংস্থা। এ সংস্থাটিকে বিশ্বব্যাপী ২০১১ সালের আর্থিক ব্যবস্থাপনা পরামর্শ পরিষেবার জন্য গ্র্যাটনারস ম্যাজিক কোয়াড্রেন্টে “লিডার” হিসাবে মনোনীত করা হয়েছিল।

প্রতিষ্ঠানটি ইউনিলিভার, মাইক্রোসফট, ইউরোপীয় ইউনিয়ন, ফোর্ড মোটর কোং এর মতো প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে।

এছাড়াও প্রতিষ্ঠানটি সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আয়োজন করে।

চুক্তিতে স্বাক্ষর করেন, রূপায়ণ সিটি উত্তরার উপ ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান এবং পিডব্লিউসি’র নির্বাহী পরিচালক অরুণ রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, রূপায়ন সিটি উত্তরার সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) উজ্জল আহমেদ, রূপায়ণ গ্রুপের এক্সিকিউটিভ সেক্রেটারী হিফজুর রহমান, রূপায়ণ সিটি উত্তরার এক্সিকিউটিভ সেক্রেটারী রিয়াজ তাহের, পিডব্লিউসি’র সহযোগী পরিচালক ভিনগারদের, পিডব্লিউসি’র পরামর্শক সাদাত শামস ও সন্দীপ সাহোসহ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট