শুক্রবার, ১৭ মে ২০২৪

বাজারদর বিশ্লেষণ করে নতুন রেট সিডিউলের দাবি গণপূর্তের ঠিকাদারদের

পিস বাংলা By পিস বাংলা নভে১৬,২০২১
  • নিজস্ব প্রতিবেদক

বাজারদর বিশ্লেষণ করে নতুন রেট সিডিউলের দাবি জানিয়েছেন গণপূর্তের ঠিকাদারদের।

মঙ্গলবার (১৬ নভেম্বর ২০২১) সকালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের কাছে ৯ দফা দাবির কথা তুলে ধরেন তারা।

গণপূর্তের ঠিকাদার কর্তৃক ৯ দফা দাবিগুলো নিম্নরুপ:

১. বর্তমান নির্মাণ সামগ্রীর বাজার দরের ভিত্তিতে চলমান প্রকল্পসমূহের চুক্তি মূল্যের সাথে সমন্বয় করে বিল প্রদান নিশ্চিত করণ।

২. জাতীয় বাজেটের আলোকে বৃদ্ধিপ্রাপ্ত ভ্যাট সমন্বয়পূর্বক বিল প্রদান নিশ্চিত করণ।

৩. আইটি প্রকল্প ব্যয়ের সঙ্গে সমন্বয়পূর্বক বিল প্রদান নিশ্চিত করণ।

৪. পিডব্লিউডি সিডিউল অব রেটস-২০১৮ এর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব অসঙ্গতি ও সীমাবদ্ধতা রয়েছে অনতি বিলম্বে তা সঠিকভাবে বাস্তব ভিত্তিক সমাধানের নিশ্চিত করণ।

৫. প্রক্রিয়াধীন পিডব্লিউডি সিডিউল অব রেটস-২০২১ প্রণয়ন নিশ্চিত করণ।

৬ দর নির্ধারণে সংশ্লিষ্ট ঠিকাদারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করণ।

৭. প্রক্কলন প্রণয়নে প্রকল্পের পানি ও পয়ঃনিষ্কাশন নিশ্চিত করণ।

৮. বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করণ।

৯. নিরাপত্তা ব্যয়সহ এর মূল্য সংযুক্তি নিশ্চিত করণ

মতিবিনিময় সভায় কাজ চালু রাখতে ঠিকাদারদের প্রতি আহ্বান জানান গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার।

প্রধান প্রকৌশলী উল্লেখিত ৯ দফা দাবির বিষয়ে বলেন, ঠিকাদারী চুক্তিতে পিপিআর এর আলোকে উদ্ভূত সমস্যা নিরসনে পিডব্লিউডিতে সিপিটিইউ বুথ স্থাপন করে ঠিকাদারদের সমস্যা সমাধান করা হবে।

তিনি বলেন, প্রতি তিনমাস পরপর ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করে উন্নয়ন কাজের সমন্বয় করা হবে।

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর কাজ করবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থি ছিলেন এম. জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামাল, কুশলী নির্মাতা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রফিক, ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আশ্রাফ এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীরা।

আরও উপস্থিত ছিলেন, স্টারলাইট সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিএসিআই ও বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি, বঙ্গ বিল্ডার্স লিমিটের পরিচালক, নুরানী কনস্ট্রাকাশন লিমিটেডের পরিচালক, মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক, কিংডম বিল্ডার্স লিমিটিডের পরিচালক এবং দেশ উন্নয়ন লিমিটেডের পরিচালক।

সম্পর্কিত পোস্ট