সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী ও তার পরিবারের নাম ব্যবহারে সতর্কতা জারি

  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং সন্তানদের নাম ব্যবহার করে অবৈধভাবে সরকারি কাজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সাথে যুক্ত হচ্ছেন। বিষয়টি আমলে নিয়ে সতর্কতা জারি করেছে শিক্ষামন্ত্রণালয়।

বুধবার (১২ মে ২০২২) শিক্ষামন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখা এ বিষয়ে এক আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেন উপসচিব সাইফুর রহমান খান।

আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্য কোনো প্রকার ব্যবসা বা অনুরূপ কোনো তদবিরের সাথে সম্পৃক্ত নয়। প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ধরনের কোনো অনুরোধ তদবির বা অবৈধ সুবিধাভোগের প্রচার হলে প্রতারকের সম্পর্কে নিম্নেবর্ণিত কর্মকর্তাদের কাঠে তথ্য প্রদানের জন্য নিদেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশের কপি দেখতে ক্লিক করুন

সম্পর্কিত পোস্ট