সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

বিশেষ প্রতিবেদক

ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এবার রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট