সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার পাঁচ মন্ত্রিসভায় মন্ত্রী ওবায়দুল কাদের

বিশেষ প্রতনিধি

আওয়ামী লীগের নেতৃত্বাধিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে এই মন্ত্রণালয়ে তিনি পর পর চারবার দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের এই টানা চতুর্থবারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ নিয়ে টানা চারবারসহ পঞ্চম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে অনন্য নজির তৈরি করলেন।

২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ সরকার গঠন করে এবং ২০১১ সাল থেকে দীর্ঘ সময় তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ পর ২০২১৪ ও ২০২১৮ সালেও একই মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে ১৯৯৬ সালে গঠিত শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায়ও যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে শেখ হাসিনার পাঁচটি সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হন একমাত্র ওবায়দুল কাদের।

বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময়ের মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি রেকর্ড গড়লেন।

 

সম্পর্কিত পোস্ট