সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এবার মুখোমুখি সাকিব-তামিম

এক সময়ের পরম বন্ধু। কিন্তু এখন আর দুজনের সম্পর্কটা আগের মতো নেই। দুই বন্ধু এখন দুই মেরুতে। তারা একে অন্যকে এড়িয়ে চলেন, নিতান্ত প্রয়োজন না হলে কথাও বলেন না। একটা সময় কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে লড়াই করেছেন টিম বাংলাদেশের জার্সিতে। এক সময়কার বন্ধু বিপিএলে এবার তারাই মুখোমুখি।

শনিবার (২০ জানুয়ারি) দশম বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। শিরোপাপ্রত্যাশী দল দুটির বড় তারকা সাকিব-তামিম। তাই দলের ব্যানারে দুই তারকার লড়াইটাও রোমাঞ্চ ছড়াচ্ছে ক্রিকেটপাড়ায়।

এই ম্যাচ দিয়েই লম্বা সময়ের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম। সাকিবও প্রথম ম্যাচ খেলবেন বিশ্বকাপের পর।

এ ম্যাচে ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। তবে সাকিব নেই রংপুরের নেতৃত্বে।

সম্পর্কিত পোস্ট