সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সময়ের আলো-ওয়ালটন বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত

সময়ের আলো-ওয়ালটন বিশ্বকাপ কুইজের ড্র অনুষ্ঠিত হলো।
বুধবার (৩১ জানুয়ারি) বিকালে সময়ের আলো কার্যালয়ের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী আহমেদ উল্লাহ্, ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, নগর সম্পাদক শাহনেওয়াজ করিম, হেড অব মার্কেটিং কামরুল হাসান, সার্কুলেশন ম্যানেজার মোকাদ্দেক হোসেনসহ অন্য কর্মীগণ।
এ সময় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সম্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের মার্কেটিং এবং কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন এবং সিনিয়র ডেপুটি ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন।
গত বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এ উপলক্ষে অতীতের ধারাবাহিকতায় এবারও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করে দৈনিক সময়ের আলো। বরাবরের মতো এবারও মিলেছে অভূতপূর্ব সাড়া।
দুই পর্বের এই প্রতিযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে অংশ নেন লাখো পাঠক। যারা সঠিক উত্তর দিয়েছেন বুধবার তাদের মধ্য থেকেই ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বিজয়ীদের। পরবর্তীতে আরেকটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেটি কবে, কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে, দৈনিক সময়ের আলোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে বিজয়ীদের।
যারা বিজয়ী হলেন-
প্রথম পর্ব
বিজয়ীর নাম ও ঠিকানাসহ পুরস্কার তালিকা
১ম পুরস্কার (ওয়ালটন রেফ্রিজারেটর) আনাস (ভোলা)
২য় পুরস্কার (ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি) আবদুল্লাহ আল জারিফ (নারায়ণগঞ্জ)
৩য় পুরস্কার (ওয়ালটন মাইক্রোওয়েব ওভেন) মোবারক খান (রামগঞ্জ, লক্ষ্মীপুর)
৪র্থ পুরস্কার (ওয়ালটন রাইস কুকার) ৩ জন
       ১. নাজমা (আনন্দনগর, মিরপুর, ঢাকা)
       ২. রফিক খান (ঢাকা)
       ৩. ওমর ফারুক (যাত্রাবাড়ী, ঢাকা)
৫ম পুরস্কার (ওয়ালটন ব্লেন্ডার) ৩ জন
      ১. ফাতেমা (ফরিদাবাদ, ঢাকা)
      ২. কনা (সায়েদাবাদ, ঢাকা)
      ৩. সাব্বির মাহমুদ (আফতাবনগর, ঢাকা)
দ্বিতীয় পর্ব
বিজয়ীর নাম ও ঠিকানাসহ পুরস্কার তালিকা
১ম পুরস্কার (ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি) সাবেরা আক্তার (মগবাজার, ঢাকা)
২য় পুরস্কার (ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি) আলামীন (ঢাকা)
৩য় পুরস্কার (ওয়ালটন মাইক্রোওয়েব ওভেন) নাহিদা আক্তার (নাঙ্গলকোট, কুমিল্লা)
৪র্থ পুরস্কার (ওয়ালটন গ্যাস স্টোভ) ৩ জন
      ১. আদ্রিতা (চকবাজার, কুমিল্লা)
      ২. এনামুল হক (বরপা, রূপগঞ্জ)
      ৩. রাজিয়া (যাত্রাবাড়ী, ঢাকা)
৫ম পুরস্কার (ওয়ালটন রাইস কুকার) ৩ জন
     ১. ফাতেহা (ফেনী)
     ২. মারিয়া (আজিমপুর, ঢাকা)
     ৩. ইলহাম (আরামবাগ, ঢাকা)

সম্পর্কিত পোস্ট