সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সরকার ও ড. ইউনূস একসঙ্গে কাজ করলে চমৎকার হবে: মনিকা ইউনূস

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনিত অভিযোগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তার মেয়ে মনিকা ইউনূস।মনিকা, সরকার ও ড. ইউনূস একসঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছেন।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সাংবাদিক ক্রিস্টিনা আমানপোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

মনিকা বলেন, আমি যতদূর জানি কোনো এক সময়ে সরকার ও ড. ইউনূস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি, সেই সময়টি আবার ফিরে আসুক। যদি সরকার আবারও ড. ইউনূসকে নিয়ে এক সঙ্গে কাজ করে, তাহলে সেটা চমৎকার হবে।

ড. ইউনূসের এসব ভিত্তিহীন-মিথ্যা মামলায় সময় নষ্ট না করে আবারও সরকার ও ড. ইউনূস একসঙ্গে কাজ করার সময় এসেছে। তাকে প্রায় ১০ বছর ধরে এ ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে।তার বিরুদ্ধে আনা অভিযোগকে প্রতিষ্ঠানের নিজস্ব সমস্যা দাবি করে মামলাটি দেওয়ানি আদালতে চালানো উচিত।

আন্তর্জাতিক আইনজীবীদের বরাত দিয়ে মনিকা বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি চাই, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করা হোক।

মনিকা বলেন, সারাজীবন ড. ইউনূস দারিদ্রমুক্ত বিশ্ব তৈরির স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন এবং বাংলাদেশে তার সহকর্মীদের নিয়ে এই যাত্রা শুরু করেছেন। যে দেশকে তিনি এতটা ভালোবাসেন, সেই দেশ ছেড়ে তিনি কখনই চলে যাবেন না।

সম্পর্কিত পোস্ট