সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

হাইকোর্টে অবকাশকালীন বিচার পরিচালনায় ১১ বেঞ্চ গঠন

অবকাশকালীন বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সম্প্রতি হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (২৪ মার্চ) থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ অবকাশ চলবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চসমূহ গঠন করেছেন। এর মধ্যে ৭টি দ্বৈত বেঞ্চ ও বাকি ৪টি একক বেঞ্চ।
হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৫ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, ৩ এপ্রিল, ১৬ এপ্রিল ও ১৭ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৪ মার্চ, ২৫ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চ: ২৪ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল,২ এপ্রিল, ৮ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত কোম্পানি আইনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার একক বেঞ্চ: ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ২ এপ্রিল, ৩ এপ্রিল, ৪ এপ্রিল, ৮ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ও কোম্পানি আইনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল ও ৩ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৭ মার্চ, ২৮ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, ১৭ এপ্রিল ও ১৮ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট ও ফৌজদারি আবেদন (দুদক ও মানিলণ্ডারিং ব্যতীত) শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৫ মার্চ, ২৭ মার্চ, ১ এপ্রিল, ৩ এপ্রিল ও ৪ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চত্রবর্তী ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ: ২৭ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল, ৩ এপ্রিল, ১৫ এপ্রিল ও ১৬ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীবের একক বেঞ্চ: ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৮ মার্চ, ৩১ মার্চ, ১ এপ্রিল, ৩ এপ্রিল ও ৪ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর সোয় ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ও ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।
হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলমের একক বেঞ্চ: ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ, ২৮ মার্চ, ১ এপ্রিল, ২ এপ্রিল, ৩ এপ্রিল, ৪ এপ্রিল ও ১৮ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অতীব জরুরি বিষয়াদি সংক্রান্ত দেওয়ানি ফৌজদারি আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন।

সম্পর্কিত পোস্ট