সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আজ মহা নেয়ামতের রাত পবিত্র শবে কদর

মুফতি আবদুল্লাহ হাসান
পবিত্র রমজান মাসের আজ ২৬ তারিখ। আজ দিন শেষে সন্ধ্যা নামলেই শুরু হবে পবিত্র শবে কদর। লাইলাতুল কদর বা শবে কদর মহা নেয়ামতের রাত। হাজার মাসের শ্রেষ্ঠ রাত। এ রাতেই পবিত্র কুরআন নাজিল হয়েছিল। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আমি কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে।লাইলাতুল কদর সম্বন্ধে তুমি কী জান? লাইলাতুল কদর এক হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সুরা কদর : ১-৩)
শবে কদর উম্মতে মুহাম্মদির জন্য বিশেষ এক নেয়ামত। মহান আল্লাহ এ নেয়ামত অন্য কোনো নবীর উম্মতকে দেননি। পূর্ববর্তী নবীগণের উম্মত কয়েকশ বছর জীবন লাভ করে ইবাদত-বন্দেগি করতে পারত। কিন্তু উম্মতে মুহাম্মদির জীবন খুবই কম। আমাদের গড় আয়ু ৬০-৭০ বছর। তাই আল্লাহ তায়ালা আমাদের জন্য বিশেষ উপহার হিসেবে শবে কদর দিয়েছেন এবং এক রাতের ইবাদতের ফজিলত এক হাজার মাসের ইবাদতের চেয়ে বেশি করে দিয়েছেন। এ রাতে লাওহে মাহফুজে মহান আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই সিদ্ধান্তাবলি বাস্তবায়নের লক্ষ্যে ফেরেশতারা রহমত, বরকত ও কল্যাণ নিয়ে রাতেই পৃথিবীতে অবতরণ করেন। কুরআনে বলা হয়েছে-‘এ রাতে ফেরেশতাগণ ও জিবরাইল (আ.) অবতরণ করেন প্রত্যেক কাজের জন্য তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিময়, এ রাত ফজরের উদয় পর্যন্ত।’ (সুরা কদর : ৪-৫)
কুরআনে শবে কদরকে হাজার মাস অপেক্ষা উত্তম বলা হলেও তা কোন রাত-নির্দিষ্ট করে বলা হয়নি। তবে এর বর্ণনা রয়েছে হাদিসে। হাদিসের ভাষ্যমতে লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা শবে কদর তালাশ করবে রমজানের শেষ দশকের বেজোড় রাতে’ (বুখারি : ২০৫৬)। তার মানে রমজানের শেষ দশকের বেজোড় (২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজান) রাতগুলোর যে কোনোটি শবে কদর হবে। অবশ্য এ রাতগুলোর মধ্যে ২৭ রমজান (আজ ২৬ রমজান দিবাগত রাত) শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এর সপক্ষে হাদিসও বর্ণিত হয়েছে।
তাবেয়ি জির ইবনে হুবাইশ (রহ.) বলেন, ‘একদিন উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলাম, আপনার ভাই আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি সারা বছর রাত জেগে ইবাদত করবে, সে শবে কদর লাভ করবে। উবাই বললেন, আল্লাহ তাকে রহম করুন! তিনি এই কথার দ্বারা বুঝাচ্ছেন, মানুষ যেন এর ওপর ভরসা করে চেষ্টাহীন বসে না থাকে। অন্যথায় তিনি নিশ্চয় জানেন যে, তা রমজানে এবং রমজান মাসের শেষ দশ রাতেই এবং তা সাতাশ তারিখের রাতেই। অতঃপর উবাই দৃঢ়ভাবে শপথ করে বললেন, তা নিশ্চয় সাতাশ তারিখের রাতেই। জির ইবনে হুবাইশ বলেন, আমি বললাম, হে আবু মুনজির! আপনি কোন সূত্রে তা বলেন? তিনি বললেন, রাসুলুল্লাহ (সা.) আমাদেরকে যে আলামত-নিদর্শন বলেছেন সেই সূত্রে। তিনি বলেছেন, কদরের রাতের পর সকালে সূর্য উদয় হবে, কিন্তু এর কিরণ থাকবে না। (মুসলিম : ২৮৩৪)
অধিক পুণ্যময় এ রাতে বেশি বেশি নফল আমল করা চাই। নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার ইত্যাদি আমলে নিজেকে মশগুল রাখা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি বিশ্বাস রেখে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে তার পেছনের গুনাহ মাফ করে দেওয়া হয়’ (বুখারি ও মুসলিম)। কেউ যদি পুণ্য অর্জনের এমন বড় সুযোগ পেয়ে অমনোযোগী থাকে তা হলে তার মতো হতভাগা আর কে হতে পারে?
আয়েশা (রা.) বলেন, ‘একবার আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসুলাল্লাহ! বলুন, যদি আমি বুঝতে পারি লাইলাতুল কদর কোনো রাতে, তবে তখন আমি কী বলব? তিনি বললেন, তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি’, অর্থ-আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাস। অতএব আমাকে ক্ষমা করো। (ইবনে মাজা : ৩৯৮২)
সূত্র: দৈনিক সময়ের আলো

সম্পর্কিত পোস্ট