সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে নাটোর সদরে রমজান ও নলডাঙ্গায় ইঞ্জি. রবিউল চেয়ারম্যান পদে নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নাটোরে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান। অপরদিকে নলডাঙ্গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়য়ার রবিউল ইসলাম।
টানা তৃতীয় বারের মতো নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ হাজার ৭৯৭  ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজান। তিনি পেয়েছেন ৩৪৭৯৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম পেয়েছেন ৩১ হাজার ৮৫৩ ভোট।
এদিকে রবিউল ইসলাম পেয়েছেন ১১ হাজার ২৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুর রহমান লিটন পেয়েছেন ১০ হাজার ৭১৭ ভোট । জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এই ফলাফল নিশ্চিত করেন।
বুধবার রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। সকালে নাটোরের তিন উপজেলায় ৩০২ ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গননা শেষে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
নাটোর সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. শরিফুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার নির্বাচিত হয়েছেন। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে আনিছুর রহমান লিখন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হক রোজী নির্বাচিত হয়েছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন দেলোয়ার হোসেন।

সম্পর্কিত পোস্ট