মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জমির বিরোধকে কেন্দ্র করে কালকিনিতে হত্যা

  • কালকিনি (মাদারিপুর) প্রতিনিধি

কালকিনি উপজেলার ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. সোহাগ তালুকদার (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে মো. কামাল হোসেন মোল্লা ওরফে আহাদ মোল্লার (৪৫) বিরুদ্ধে।

শনিবার (১৭ জুলাই ২০২১) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি কামাল প্রথমে নিজের বন্দুক দিয়ে সোহাগকে গুলি করেন। আহত অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টা ৪৫ মিনিটে মারা যান সোহাগ।

ডাসার থানায় এ ব্যপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ বন্দুকসহ আসামি আহাদ মোল্লাকে গ্রেফতার করে উক্ত বন্দুক ও একটি গুলির খোসা জব্দ করা হয়।

সম্পর্কিত পোস্ট