- নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৭ জুলাই ২০২১) সকালে গণভবনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে স্মারক ডাকটিকেট প্রকাশের আয়োজন করা হয়। ওই আয়োজনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য যোদ্ধা বঙ্গবন্ধুর দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়।