মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়ে সিদ্ধান্ত

মোস্তাফিজের আইপিএল খেলার বিষয়ে সিদ্ধান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর শুরু হবে আগামী ৯ এপ্রিল । কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে শনিবার সকালে ভারত গেছেন সাকিব আল হাসান। আইপিএলের এই বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন আরও একজন- মোস্তাফিজুর রহমান।
গত মাসের ১৮ তারিখ হওয়া নিলাম থেকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি এ পেসার। তবে মোস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
কেননা মোস্তাফিজকে আইপিএল খেলার অনাপত্তিপত্র দেয়া হবে কি না তা এখনও ঠিক করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ আগামী মাসের ২১ তারিখ থেকে শ্রীলঙ্কার মাটিতে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে প্রস্তুতি ম্যাচ ও কোয়ারেন্টাইনের কারণে ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

সম্পর্কিত পোস্ট