চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলা বাংলাদেশ সিরিজে প্রথমবারের মতো পরিবর্তন এনেছে। বাংলাদেশের একাদশে আছে দুটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বজয়ী যুব দলের দুই সদস্য শরিফুল ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারীকে। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশে নেই দুই পেসার অ্যান্ড্রু টাই ও জস হ্যাজেলউড। তাদের জায়গায় একাদশে ফিরেছেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও পেসার নাথান এলিস। চারজন স্পিনার নিয়ে নামছে অজিরা।
প্রথম তিন ম্যাচ দিয়েই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। চতুর্থ ম্যাচটি জেতে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এটাকে ৪-১ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাডাম জ্যাম্পা, মিচেল সোয়েপসন ও নাথান এলিস।