মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • চাঁদপুর প্রতিনিধি
মহামারি করোনার এ দুর্যোগে চাঁদপুরবাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতি।
বুধবার (১৮ আগস্ট ২০২১) চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়ত‌নে জেলা আইনজীবী সমিতি এবং চাঁদপুর দুইশ ৫০ শয্যা বিশিষ্ঠ জেনা‌রেল হাসপাতা‌লের জন্য ৮‌টি অ‌ক্সি‌জেন সি‌লিন্ডার, চার হাজার মাস্ক ও পি‌পিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর ক‌রে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপ‌তি অ্যাডভোকেট ‌জেস‌মিন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপ‌তি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী জেস‌মিন সুলতান ব‌লেন, চাঁদপু‌রে ক‌রোনা প‌রি‌স্থিতি খারাপ হওয়ার খবর শুনে আমরা ব্যথিত হয়েছি। তাই এমন পরিস্থিতিতে চাঁদপুরের আইনজীবিসহ চাঁদপুরবাসীর পাশে থাকাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছি। আজকে আমরা ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল‌্যাণ সমিতির পক্ষ থেকে চাঁদপু‌রের আইনজীবী‌ এবং দুইশ ৫০ শয্যা বিশিষ্ঠ জেনা‌রেল হাসপাতা‌লের রুগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নি‌য়ে উপস্থিত হয়েছি।
তিনি আরো বলেন, করোনায় লকডাউন চলাকালেও আমরা আইনজীবীদের পাশে ছিলাম। আমরা নাম পরিচয় গোপন রেখে অসংখ্য আইজীবী ভাইকে ১০ হাজার টাকা করে অর্থিক সহযোগীতা দিয়েছি। এভাবে আমরা যে কোন দুর্যোগসহ বিপদে আপদে একে অন্যের পাশে থাকবো। করোনার সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে সবাই স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চলার চেষ্টা কর‌বো। বি‌শেষ ক‌রে সব সময় মাস্ক প‌রিধান কর‌বো।
আইনজীবী ‌জেস‌মিন সুলতান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এখানে যে অক্সিজেন সিলিন্ডারগুলো দিয়েছি সেগুলো একেকটি ২৬ হাজার টাকা করে দাম নিয়েছে ব্যবসায়ীরা। অথচ এগুলোর দাম ছিলো ১৭ হাজার টাকা। কিন্তু করোনার এই দুঃসময়কে পূঁজি করে অসাধু ব্যবসায়ীরা আমাদের জিম্মি করে অধিক মুনাফা করেছে। এই সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। এজন্যে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপ‌তির অ্যাড‌ভোকেট আহসান হা‌বিবের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অ‌তি‌রিক্ত জেলা ম্যাজি‌ষ্ট্রেট না‌সিম স‌রোয়ার, চাঁদপুর বারের সাবেক সভাপতি যথাক্রমে অ্যাডভোকেট ফজলুল হক সরকার, অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, জ‌হিরুল ইসলা‌ম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতা‌লের আরএমও ডা. সুজাউদৌল্লা রু‌বেল, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপতি ইকবাল হো‌সেন পাটওয়ারী।
এ সময় ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান, সহ সম্পাদক মো. জিসান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপ‌স্থিত ছি‌লেন, চাঁদপুর আইনজীবী স‌মি‌তির সাবেক সভাপতি অ্যাড‌ভোকেট বিনয় ভূষণ মজুমদার, সরকা‌রি কৌশলী অ্যাড‌ভোকেট রন‌জিৎ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড‌ভোকেট আব্দুল আল মামুন, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড‌ভোকেট মো. আহসানুল হক টিটু, ক্রীড়া সম্পাদক অ্যাড‌ভোকেট খা‌লেদ মোশারফ রিপন, সহ দপ্তর সম্পাদক অ্যাড‌ভোকেট ইমরান হো‌সেন রু‌মেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সদস্য অ্যাড‌ভোকেট বিল্লাল হো‌সেন লিজন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট