রবিবার, ১৯ মে ২০২৪

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে

পিস বাংলা By পিস বাংলা আগ১৭,২০২১
  • চাঁদপুর প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট ২০২১) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতার জন্য এই দেশ স্বাধীন হয়েছে। সেই নেতার আদর্শকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এই কলঙ্ক মুছে ফেলা যাবে না। জাতির পিতাকে হত্যা করা মানে এই দেশকেই হত্যা করা। তার অকালে চলে যাওয়ায় আমরা অনেক কিছু হারিয়েছি। বঙ্গবন্ধু থাকলে এই দেশ আরও আগেই উন্নত দেশ পরিণত হতো।

তারা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করা অনেক বড় বিষয়। তাকে জানতে হলে, তার ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া এই দেশে হাজারও নিদর্শন রয়েছে। তিনি থাকবেন আমাদের হৃদয়ে। তার আদর্শকে লালন করে আমাদের চলতে হবে। বঙ্গবন্ধু মানেই একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হলে আমাদের সাংবাদিকদেরও তার রচিত বই ও অন্য বইগুলো পড়তে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী ও গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, ক্রীড়া সম্পাদক ফারুক আহম্মদ, দপ্তর ও প্রচার সম্পাদক কাদের পলাশ, সাহিত্য প্রকাশনা সম্পাদক শওকত আলী, সদস্য মিজান লিটন, এম আর ইসলাম বাবু।

আলোচনা সভা শেষে মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোশারফ হোসেন।

সম্পর্কিত পোস্ট