- চাঁদপুর প্রতিনিধি
ইলিশ বেড়েছে, কিন্তু চাঁদপুরে কেন ইলিশ পাওয়া যাচ্ছে না? অপরিকল্পিত বালু উত্তোলন ও তীব্র নাব্যসংকটেই চাঁদপুরে ইলিশ পাওয়া যাচ্ছে না।
শনিবার (২৮ আগস্ট ২০২১) সকালে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’, এই প্রতিপাদ্য ধারণ করে চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ -এর উপস্থিতিতে ইলিশ গবেষক ড. আনিসুর রহমান এ কথা বলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুরে মাছ ধরার নিষিদ্ধ সময়গুলোতে জেলেদের জন্য আলাদা কর্মসংস্থান তৈরি করা হউক। জেলেরা ওই সময়ে ব্যস্ত থাকলে কেউ তাদের নদীতে নামাতে সাহস পাবে না। জেলেদের নতুন করে হালনাগাদ করা হবে। যারা বাদ পড়েছে এবং মারা গেছে, সেসব জেলের নাম নতুন করে হালনাগাদ করা হবে। প্রকৃত জেলেরাই হালনাগাদে থাকবেন।
তিনি বলেন, নিষিদ্ধ সময়ে জেলেদের যে সেলাই মেশিন, ভ্যান দেওয়া হয়, তা আমি পছন্দ করি না। জেলেদের যে প্রণোদনা দেওয়া হয়, সেটি না দিয়ে ১০টা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, তার মধ্যে জেলেদের টাকা চলে আসবে। আমি চাই জেলেরা জেল না খেটে কাজে ব্যস্ত থাকুক। আমি মন্ত্রণালয়ের এই বিষয়গুলো নিয়ে চিঠি পাঠিয়েছি, যাতে জেলেদের জন্য নতুন কর্মপরিকল্পনা করা হয়।
আমার কাছে প্রমাণ আছে, যে অনেক জনপ্রতিনিধিরা মা ইলিশ ও জাটকা নিধনে সম্পৃক্ত রয়েছেন। আমাদের পক্ষ থেকে বারবার তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। সবার সহযোগিতা যদি আমরা পাই, তাহলে অভিযান সফল হবে। কারণ ৭০ কিলোমিটার নদী প্রশাসনের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। তাদের যদি বিকল্প কর্মসংস্থান না থাকে, তাহলে জেলেরা মাছ ধরবেনই। তাই জেলেদের স্বল্প পরিসরে ট্রেনিং নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, কী করলে চাঁদপুরে ইলিশ বাড়বে, ইলিশের বাজার তৈরি হবে, তার পরিকল্পনাই আমরা করছি।
ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, ইলিশ বেড়েছে, কিন্তু চাঁদপুরে কেন ইলিশ পাওয়া যাচ্ছে না, এটাই সবার প্রশ্ন। চাঁদপুরে দুই-তিন বছর ধরে ইলিশ কম। আমি গবেষণা করে দেখেছি, চাঁদপুরে ইলিশ চলাচলের যে রুট রয়েছে, সেখানে নদীর তীব্র নাব্য-সংকট রয়েছে। এ ছাড়া বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর দূষিত পানির কারণও রয়েছে। সাগর থেকে যে ইলিশ আসবে, তার রাস্তাটি কেমন হতে হবে, সেটা বড় বিষয়। আসার রাস্তাটি নাব্যতা তৈরি হয়, তাহলে ইলিশ কীভাবে আসবে।
তিনি আরও বলেন, চাঁদপুরে ইদানীং নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তা খুবই অপরিকল্পিত। এটি সরাসরি ইলিশের বাস্তুতন্ত্রে আঘাত করে। এটি যে শুধু ইলিশের ডিম নষ্ট করে তা-ই নয়, এটি অন্যান্য মাছেরও ক্ষতি করে।
তিনি বলেন, আরও গবেষণা চলছে। বাস্তুতন্ত্রের কারণে ইলিশ তাদের রুট পরিবর্তন করছে। নদীতে যেভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা হয়, সেটি পরিকল্পিতভাবে হলে আমরা উপকার পাব।
এ সময় বক্তব্য দেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিউটের মুখ্য ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, আলম পলাশ, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তালহা জুবায়ের।