শুক্রবার, ১৭ মে ২০২৪

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে মতলব উত্তর এসএসসি ২০০২ ব্যাচ

পিস বাংলা By পিস বাংলা আগ৩১,২০২১
  • মতলব, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসএসসি-২০০২ ব্যাচ এর উদ্যোগে মোজাদ্দিয়া স্কুলের এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থী স্বপনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়িয়েছে তাঁর স্কুল জীবনের বন্ধুমহল।

বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিসালি করতে স্বপনের চিকিৎসা বাবদ ২৬ হাজার সাতশত টাকা খরচের পর ২ লক্ষ ৫০ হাজার টাকার তার বড় ছেলের নামে মাইনর ফিক্সড ডিপোজিট করে দেয়া হয়।

রোববার (২৯ আগস্ট ২০২১) অগ্রণী ব্যাংক লিমিটেড, ছেংগারচর বাজার, মতলব উত্তর শাখায় জমা করে তার কপি পরিবারের কাছে হস্তান্তর করে।

উল্লেখ থাকে যে, মরহুম স্বপন হার্টের ভালবের মারাত্মক সমস্যা জনিত কারনে ভুগছিলেন। স্বপনের বন্ধুরা জানতে পারে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়ালেও গত ১৪ জুন ২০২১ না ফেরার দেশে চলে যান।

পরিবর্তিতে তাদের সিদ্ধান্ত মোতাবেক বাকি টাকা পরিবারের নামে এফডিআর করা হয়।

উপস্থিত জনদের প্রত্যাশা সবাই একসাথে এগিয়ে যাবে বন্ধুত্বের বন্ধনে আজীবন। স্বপনের একাধিক বন্ধুরা জানান, এ রকম মহতি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে আনন্দিত এবং ভবিষ্যতেও এধরনের ভালো কাজে অংশগ্রহন করার ইচ্ছা আছে।

সম্পর্কিত পোস্ট