মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই

  • দেশকাল ২৪ ডটকম

খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৮ আগস্ট ২০২১) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আলোকচিত্রী কামরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বুলবুল ভাইয়ের স্ত্রী আমাকে কল দিয়ে জানান বুলবুল ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যান্সারসহ নানা রোগে ভুগছিলেন।

বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম লেখা বের হয় ১৯৬৭ সালে। আর তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘টুকা কাহিনী’।

সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে। আর বাংলা একাডেমি পুরস্কার পান ২০১১ সালে।

সম্পর্কিত পোস্ট