- দেশকাল ২৪ ডটকম
জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের এ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ (এফএফ) সভায় সভাপতিত্ব করেন। শোকাবহ আগস্ট মাসে অনুষ্ঠিত সভার সূচনাতে ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
ব্যাংকের এমডি এন্ড সিইও ব্যাংকের সার্বিক অবস্থার আলোকপাত করেন। ২০২০ সালে ব্যাংকের রেটিং মান (অ+) এ উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
ব্যাংকের সার্বিক ব্যবসায়িক সূচকের উপর আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমানত বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করতে না পারলে ব্যাংকের পরিচালন মূনাফার উপর নেতিবাচক প্রভাব পড়ে। একারনে তিনি ঋণ ও অগ্রিম বৃদ্ধি বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, সিএসএমই খাতে ঋণ বৃদ্ধির নির্দেশনা দেন। স্বল্প সুদের আমানত আহরণ, শ্রেণীকৃত ঋণ আদায় ও রেমিট্যান্স বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, যুগোপযোগী গ্রাহক সেবা নিশ্চিতকরণে নতুন নতুন প্রডাক্ট ও সার্ভিস উদ্ভাবন করতে হবে। ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, সিএফও ও ট্রেজারী ডিপার্টমেন্ট এর ডিজিএম বক্তব্য রাখেন। ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের ডিএমডি মে.ঃ জসীম উদ্দিন এবং জিএমগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।