মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রংপুরে আরডিআরএস ভবনে মুজিব কর্নার

  • রংপুর প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে মুজিব কর্নার স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ। এ কর্নারে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, তাঁর ছবি এবং অন্যান্য স্মৃতিচিহ্ন প্রদর্শিত হচ্ছে। যার মাধ্যমে তার জীবন ও কীর্তি সম্পর্কে জানা যাবে।

মঙ্গলবার (৩১ আগস্ট ২০২১) দুপুরে রংপুরে আরডিআরএস বাংলাদেশ ভবনে রোকেয়া মিলনায়তনের নিচ তলায় স্থাপিত মুজিব কর্নারের উদ্বোধন করেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথোরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো. ফসিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুটি একই শব্দ। যা বঙ্গবন্ধু, তাই বাংলাদেশ। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি শক্ত ভিতও তৈরি করে দিয়েছিলেন। এদেশের মানুষকে জাতিসত্তার পরিচয় এনে দিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা ও জানার প্রয়াস থেকে সারাদেশে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় মুজিব কর্নার স্থাপিত হচ্ছে।

অনুষ্ঠানে আরডিআরএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিব নারায়ণ কৈরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার (যুগ্ম সচিব) মো. জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার।

বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হবে। বঙ্গবন্ধুর দর্শন, চিন্তা-চেতনাকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু কর্নারে রক্ষিত বই পড়ে বঙ্গবন্ধু ও তার চিন্তা-চেতনা সম্পর্কে আমাদের সবার জানা উচিত। বিশেষ করে নতুন প্রজন্ম এই কর্নারগুলো থেকে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক বেশি জানতে পারবে। স্বাধীনতার আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের সার্বিক চিত্র ফুটে উঠেছে বঙ্গবন্ধু কর্নারে। যা আজকের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের হেড অব অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিস নজরুল গনি, হেড অব মাইক্রোএন্টারপ্রাইজ রবিন চন্দ্র মন্ডল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট