মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

দেশকে অস্থির করতে কখনো মসজিদে কখনো মন্দিরে ঘটনা ঘটানো হয়: চিফ হুইপ

  • মাদারীপুর প্রতিনিধি

দেশকে অস্থির করতে কখনো মসজিদে আবার কখনো মন্দিরে ঘটনা ঘটানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) মাদারীপুরের শিবচরে বাশকান্দির বাওরকান্দি সানকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বাশকান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন, বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, আধুনিক শশ্মানখোলা উদ্বোধন ও সার্বজনীন রাধা গোবিন্দ জিউর মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শিবচরের মানুষ কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ দেখে না। মসজিদ মন্দিরে আমরা উন্নয়ন করি। সমাজে কিছু খারাপ লোক থাকে, যারা মন্দির মসজিদে বিভিন্ন ঘটনা ঘটায়।

এটা যে শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ঘটে শুধু তাই নয়। বাংলার মাটিতে আমাদের ঈদের নামাজেও বোমা ফুটতে দেখেছি। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানেও এ ধরনের ঘটনা ঘটতে দেখেছি। এটা যে শুধু ধর্মের জন্য তা না।

দেশকে অস্থির করতে কখনো মন্দিরে কখনো মসজিদে ঘটনা ঘটানো হয়। এটা ধরে নিলে হবে না এটা শুধু মন্দিরেই হবে।’

নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন,‘পৃথিবীর অনেক দেশেই এখন পর্যন্ত টিকা গ্রহণের কার্যক্রমেই শুরু করতে পারেনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিনামূল্যে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আর মাত্র ছয় মাস পরেই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেই বাংলাদেশ পেয়েছিলাম তার বয়স এখন ৫০ বছর। আমরা সেই পঞ্চাশ বছর উদযাপন করতে যাচ্ছি।’

সম্পর্কিত পোস্ট