- নিজস্ব প্রতিবেদক
১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ৩০ অক্টোবরে মধ্যেই টিকা দেওয়ার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এ শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানোর কথা। এই তালিকা পেলে চলতি মাসেই তাদের টিকা দেয়া শুরু হবে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর ২০২১) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ আশা জানান।
জাহিদ মালেক বলেন, ‘আমাদের স্কুল শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটির মতো। তাদের টিকা দেয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের হাতে ফাইজারের টিকাও আছে। খুব শিগরই নতুন করে ৭২ ও ৯০ লাখ টিকার দুটি চালান আসবে।
জাহিদ মালেক জানান, দেশের মানুষকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে ইতোমধ্যেই ২১ কোটি ডোজ টিকা কেনা হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসে প্রায় তিন কোটি টিকা দিতে পারবো।
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমার কথা হয়েছে। তারা বলেছে, আমরা টিকা কর্মসূচিতে ভালো করছি। আমরা আমাদেরকে টিকা বাড়িয়ে দেয়ার জন্য বলেছিলাম। তারাও সম্মতি দিয়েছে।’