মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের বড়স্টেশন মোলহেড পর্যটন কেন্দ্র এখন বঙ্গবন্ধু পার্ক

  • চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের বড়স্টেশন মোলহেড পর্যটন কেন্দ্র নাম পাল্টে হয়েছে বঙ্গবন্ধু পার্ক। ২৫ নভেম্বর ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর ২০২১) সন্ধ্যায় নামটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। এখন থেকে তিন নদীর মোহনায় গড়ে ওঠা পর্যটন স্পট মোলহেডের নাম বঙ্গবন্ধু পার্ক।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত ৯ জুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পর্যটন স্পট মোলহেডের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটন স্পটটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের অনুমতি দেয়।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মোলহেডটি বঙ্গবন্ধু পার্ক নামকরণের জন্য প্রস্তাব করি। অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। বঙ্গবন্ধু পার্কে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এটা রেলের সম্পত্তি, তারা চাইলে কিছু করতে পারবে। রেলও এখানে বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্র করতে চায়। আমরা চাই বঙ্গবন্ধু পার্কে চমৎকার পরিবেশ সৃষ্টি হোক।

সম্পর্কিত পোস্ট