- নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
শুক্রবার (৩ ডিসেম্বর ২০২১) বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়ন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌকার প্রার্থী হতে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অন্যরা হলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দন শীল ও সাধারণ সম্পাদক আইনজীবী খোকন সাহা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর এবার তৃতীয় নির্বাচন। ২০১১ সালে প্রথম নির্বাচনে নাগরিক ঐক্যের প্রার্থী হিসাবে ডা. আইভী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
২০১৬ সালে দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতিকে ডা. আইভী বিএনপির তথা ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন।