মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

দুই দিনব্যাপী ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন ‍শুরু

  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনের অংশ হিসেবে দুই দিনব্যাপী ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন’ আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৪ ডিসেম্বর ২০২১) থেকে রোববার (৫ ডিসেম্বর) পর্যন্ত সরাসরি ও ভার্চুয়াল উভয় পদ্ধতিতে ‘বিশ্ব শান্তি সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বিশ্বব্যাপী শান্তি ও মানবিক কল্যাণ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজ থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘বিশ্ব শান্তি সম্মেলন’।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাপনী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারির কারণে এবারের সম্মেলন সশরীরে ও ভার্চুয়াল, দুই ধরনের অধিবেশনই থাকছে।

সম্মেলনে ‘ঢাকা শান্তি ঘোষণা’ গৃহীত হবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর নামে সম্মাননা দেওয়া হবে। বৈশ্বিকভাবে যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছেন, বিশেষ করে কবি, সাহিত্যিক, রাজনৈতিক ও বিজ্ঞানীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে সম্মেলনে সম্মানিত করা হবে।

 

সম্পর্কিত পোস্ট