মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ এখন গ্লোবাল নলেজ সোসাইটিতে নেতৃত্ব দিচ্ছে: মোস্তাফা জব্বার

  • নিজস্ব প্রতিবেদক

কেবল টেকসই উন্নয়নেই নয়, বাংলাদেশ গ্লোবাল নলেজ সোসাইটিতেও নেতৃত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনা করছে। আমাদের তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ রোবট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হবে।

বুধবার (৯ ডিসেম্বর ২০২১) রাজধানীর স্থানীয় এক হোটেলে দ্যা ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (আইইইই) বাংলাদেশ সেকশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মশিউল হক এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সত্যপ্রসাদ মজুমদার, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশের (আইইবি) প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর এবং স্পেক্ট্রাম কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাসেম। ।

প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার আরো বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সাথে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনা করছে। আমাদের তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ রোবট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হবে।

আগামী ১২ ডিসেম্বর আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক সেবা কার্যক্রম উদ্বোধন করবো যে কৃতিত্ব এতদিন শুধু উন্নত বিশ্বের ৬/৭ টি দেশের ছিলো। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে প্রফেসর ড. সাইফুর রহমান আইইইই এর প্রেসিডেন্ট এবং প্রফেসর ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন।

এটাই প্রমাণ করে যে শুধুমাত্র টেকসই উন্নয়নে নয়, বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে গ্লোবাল নলেজ সোসাইটিতে। এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য দেশের মানুষের পক্ষ থেকে বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনের এই নির্বাচিত ব্যক্তিদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবে যেন বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই জন্য প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তোলা, মানব সম্পদ উন্নয়ন এবং সরকারি সেবাসমূহ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা স্বপ্ন দেখি, মাননীয় প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে শুধু ইকোনমিক ও পলিটিক্যাল ডিপ্লোম্যাসি নয়, সায়েন্স ডিপ্লোম্যাসি ও টেকনোলজিক্যাল ডিপ্লোম্যাসিতেও আগামী দিনে বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দেবে। এবং এর মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

আইইইই’র নির্বাচিত প্রথম বাংলাদেশী প্রেসিডেন্ট প্রফেসর ড. সাইফুর রহমান বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগে পড়াশোনা করেছেন এবং বুয়েটে কিছুদিন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জোসেফ আর লরিং অধ্যাপক।

অন্যদিকে প্রথম বাংলাদেশী হিসেবে আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির নির্বাচিত চেয়ার প্রফেসর ড. সেলিয়া শাহনাজ বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। তিনি কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি দেড় শতাধিক আন্তর্জাতিক জার্নাল/কনফারেন্স পেপার প্রকাশ করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য তিনি কানাডিয়ান কমনওয়েলথ ফেলোশিপ এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স গোল্ড মেডেল পেয়েছেন।

সম্পর্কিত পোস্ট