মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কারচুপি না হলে জনগণের রায় মেনে নেব : তৈমুর

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি

কারচুপি না হলে জনগণের রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী তৈমুর আলম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি ২০২২) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তৈমুর আলম বলেন, সরকার বা নির্বাচন কমিশনের দৃশ্যমান কোন কারচুপি না হয়ে থাকলে জনগণের যেকোনো রায় মেনে নেব।

তিনি বলেন, গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বিতর্কিত কিছু হয়েছে কি না, সেটা দেখতে হবে। কারণ ইভিএমের বিষয়ে আমাদের শঙ্কা আছে।

উল্লেখ্য, এবার নাসিক সিটি নির্বাচনের মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১জন ভোটার। এরই মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৮৭টি এবং ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৩০১টি। এরই মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র ২৫টি।

এবার নির্বাচনে মোট ৭টি দল অংশগ্রহণ করছে। মেয়র পদে নির্বাচন করছেন ৭ জন। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন নির্বাচনে অংশগ্রহণ করছে।

সম্পর্কিত পোস্ট