- দেশকাল ২৪ ডটকম
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সম্প্রীতি বাংলাদেশ। সম্প্রীতি মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ নানা কর্মসূচি পালন করে আসছে।
‘সম্প্রীতি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে ২০১৮ সালের ৭ জুলাই। ২০১৯ সালের শুরুতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেমিনার-সিম্পোজিয়াম ও মুক্ত আলোচনা আয়োজন করেন তারা।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে জনসচেতনতা গড়ে তুলতে ‘পথ হারাবে না বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি নিয়ে সব জেলা-উপজেলায় গেছেন তা। করোনাকালের প্রথম থেকে এই সামাজিক সংগঠনটি অনলাইনে ‘টেলিমেডিসিন’ ও বিনামূল্যে মাস্ক বিতরণসহ বিভিন্ন সামাজিক সেবা দিয়ে আসছে।