আগামী সাত দিনের মধ্যে দেশের সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য দিতে স্বাস্থ্য বিভাগের সব বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এ আদেশ জারি করেন।
আদেশে এতে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রনাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকার বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই আদেশটি জারী করা হলো।
খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়ার পর অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদফতর।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করাতে সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী শিশু আয়ানকে। এ সময় তাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়।পরে অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হাসাপাতালের দুই ডাক্তার ও পরিচালককে আসামি করে রাজধানীর বাড্ডা থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা মো. শামীম আহামেদ। শিশুদের পরিবারের অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। তদন্ত কমিটি পরিদর্শনকালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের প্রদত্ত লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে লাইসেন্স নবায়ন এবং জরুরি কাগজপত্র না থাকায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সব ধরনের স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর।