প্রধানমন্ত্রীর নেতৃত্বে মধ্যম আয়ের বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শিল্পক্ষেত্রের অব্যাহত উন্নতি নিশ্চিতকল্পে সরকার বদ্ধপরিকর বলে জানান টানা দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্ত সালমান ফজলুর রহমান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এক সংবর্ধণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান দ্বিতীয় মেয়াদে উপদেষ্টা পদে নিয়োগ পেয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার নেতৃত্বে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
এছাড়াও প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রতিনিধি দল ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের উন্নয়নের বিষয় সর্বাগ্রে বিবেচনা করেন, সকল কর্মকর্তা-কর্মচারী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সকলের পারস্পরিক ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়িত হবে।