রাজধানীর চকবাজার এলাকায় সোলায়মান টাওয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত আগুন নেভাতে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। এখন নিয়ন্ত্রণে।
শনিবার (২০ জানুয়ারি) সকালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৮টা ৫৯ মিনিটে চক বাজারের সোলায়মান টাওয়ারের নিচতলার দুটি দোকানে আগুন লাগার খবর পেয়ে ৯ টা ৫ মিনিটে লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার থেকে তাদের ৬ টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদরদপ্তর।