শুক্রবার, ১৭ মে ২০২৪

আজ শহীদ আসাদ দিবস, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পৃথক বাণী

পিস বাংলা ডেস্ক By পিস বাংলা ডেস্ক জানু২০,২০২৪

আজ শহীদ আসাদ দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার ১১ দফা দাবির মিছিলে ঢাকা মেডিকেল কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি ও পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই গণঅভ্যুত্থানটিই বাংলাদেশের ইতিহাসে ৬৯’এর গণঅভ্যুত্থান নামে পরিচিত।

শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট