মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মতলবে নবুরকান্দি সপ্রা বিদ্যালয়ে ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮৭ নং নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন আহমেদ সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ  শফিকুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মোহাম্মদ আহছানুজ্জামান, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাংবাদিক কামাল হোসেন খাঁন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম সাইফুল ইসলাম।
বিদ্যালয়ের শিক্ষক মো. খায়রুজ্জামানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল বাবু, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর দেওয়ান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা রিপন মৃধা।
পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন সাংবাদিক দেওয়ান সালাউদ্দিন, মাহফুজুর রহমান সৌরভ, শাহাদাত হোসেন, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. পিয়াস আহমেদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা রিপন তালুকদার, যুবলীগ নেতা তোফায়েল, ছাত্রলীগ নেতা মো. ডালিম, মো. লাদেন সরকার প্রমুখ।
পরে বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট