সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মতলবে মিস্টির দোকানে আগুন

  • চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি বাজারে আগুন লেগে ৪ দোকানের মালামাল পুড়ে ছাই হয়েছে।

শনিবার (৯ অক্টোবর ২০২১) বেলা ১১টায় বাজারের একটি মিষ্টির দোকান থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী বাগানবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. রাজীব চৌধুরী জানান, আজ (শনিবার) সকাল ১১ টায় ওই মার্কেটের মিষ্টির দোকান থেকে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে।

এলাকাবাসী ও বিভিন্ন দোকানদারদের সহায়তায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগানবাড়ি বাজারের আগুনলাগা মিষ্টির দোকানটির আশে পাশের কসমেটিকস দোকান, চা দোকান ও ইলেকট্রনিক দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক ফোর্স নিয়ে দুপুর বারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, বাগানবাড়ি বাজারের ৪টি দোকান আগুনে ছাই হয়ে গেছে। মিষ্টির দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এতে ক্ষয়ক্ষতি প্রায় সাত লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

 

সম্পর্কিত পোস্ট