মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন আরাফাত

পিস বাংলা By পিস বাংলা জানু১২,২০২৪

নিজস্ব প্রতিবেদক

নতুন সরকারে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি ঢাকা১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার শপথের পর তাদের দপ্তর বণ্টন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মন্ত্রিসভার কয়েকজন সদস্য নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ই কারও কারও রয়েছে।

নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলোর দেখভাল করাথিংক ট্যাংক’-এর অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। আরাফাত ঢাকা১৭ আসনের উপনির্বাচনে প্রথম সংসদ নির্বাচিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথমবার অংশ নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সম্পর্কিত পোস্ট