সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এক আদেশে এ  সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে এদিনই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এক আদেশেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখার নির্দেশ দেন।

সারাদেশে হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে ঘনকুয়াশা। জেঁকে বসেছে শীত। উত্তরাঞ্চলে এই শীতের তীব্রতা অনেক বেশি। বুধবার থেকে যুক্ত হতে পারে গুড়িগুঁড়ি বৃষ্টি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদফতর এক আদেশে জানায়, যে যেসকল জেলায় ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা (আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে) নেমে যাবে, সেসব জেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

এদিন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) প্রথমে এক নির্দেশনায় বলেছিল, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। পরে সংশোধিত নির্দেশনায় বলেছে, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে) নেমে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

এর কার্যকারিতা ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে আবহাওয়া অধিদফতরে পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

 

সম্পর্কিত পোস্ট