মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ভোলায় জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

  • ভোলা প্রতিনিধি

পূর্ণিমার জোয়ার এবং লঘু চাপের প্রভাবে ভোলায় মেঘনার পানি বেড়েছে। এতে জোয়ারে তলিয়ে গেছে বাঁধের বাইরের বিস্তীর্ণ এলাকা। ফলে দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০ হাজার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) বিকেলের দিকে মেঘনার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পূর্ণিমার প্রভাবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নতুন করে লঘু চাপের প্রভাবে পানি বেড়ে যায়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলর কর্মকর্তারা জানিয়েছেন, তবে জোয়ারে লোকালয়ে পানি ঢুকলেও ভাটায় পানি নেমে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনার জোয়ারে প্লাবিত এলাকার মধ্যে রয়েছে সদরের নাছির মাঝি, মনপুরার চরনিজাম, কলাতলীর চর, চরযতিন, চরজ্ঞান, চরফ্যাশনের কুকরি-মুকরি, ঢালচর, চরপাতিলা, মাঝেরচর, চরশাহজালাল, কচুয়াখালীরচরসহ বিশচর প্লাবিত হয়েছে বলে।

জোয়ারের পানিতে ফসলের ক্ষেত, খাল, বিল ও রাস্তাঘাট ডুবে গেছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।

পাউবো ভোলার নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে জানান, পূর্ণিমা এবং লঘু চাপের প্রভাবে মেঘনার বিপৎসীমায় প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে এখন তেমন ক্ষয়-ক্ষতির সম্ভাবনা নেই।

 

সম্পর্কিত পোস্ট