বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ভোটের আগে ও পরে সহিংসতার নিন্দাও করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেন, বাংলাদেশে হাজার হাজার বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে দেশটি উদ্বিগ্ন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
ওয়াশিংটন থেকে সহিংসতার ঘটনাগুলোর স্বচ্ছভাবে তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। যা বিশ্বাসযোগ্য হয়। এছাড়া সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও জানান মিলার।
তিনি আরও বলেন, আমরা হতাশ যে এই নির্বাচনে সমস্ত দল অংশগ্রহণ করেনি। নির্বাচনের সময় এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানাই। আমরা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনার স্বচ্ছভাবে তদন্ত করতে ও অপরাধীদের যথাযথ জবাবদিহি করতে উৎসাহিত করছি।