শুক্রবার, ১৭ মে ২০২৪

গাজায় ইসরায়েল হামলায় হত্যা ইতিহাসে নজিরবিহীন : অক্সফাম

পিস বাংলা By পিস বাংলা জানু১২,২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েল হামলায় বেসামরিক হত্যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ব্রিটেনভিত্তিক দাতাগোষ্ঠী অক্সফাম বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে দৈনিক ফিলিস্তিনি নিহতের সংখ্যা ইতিহাসের নজিরবিহীন। অক্সফাম বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী গড়ে প্রতিদিন ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করছে। সাম্প্রতিক ইতিহাসে যে কোনো বড় ধরনের সংঘাতকেও এ সংখ্যা ছাড়িয়ে গেছে।

সিরিয়ায় দৈনিক প্রাণহানি ৯৬.৫, ইরাকে ৫০.৮, ইউক্রেনে ৪৩.৯, আফগানিস্তানে ২৩.৮ ও ইয়েমেনে ১৫.৮।

অক্সফাম বলছে, ইসরায়েলের বিধিনিষেধের কারণে গাজায় ত্রাণ প্রবেশে সংকট আরও জটিল হয়েছে, যেখানে সাপ্তাহিক খাদ্য সহায়তার মাত্র ১০ শতাংশ প্রবেশ করে। এতে বেঁচে থাকা লোকেদের ক্ষুধার গুরুতর ঝুঁকি তৈরি করে।

সম্পর্কিত পোস্ট