শুক্রবার, ১৭ মে ২০২৪

করোনায় গায়ক ফকির আলমগীর আইসিইউতে

পিস বাংলা By পিস বাংলা জুলা১৬,২০২১
  • বিনোদন ডেস্ক

প্রখ্যাত ফোক ও পপ গায়ক ফকির আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে হাসপাতালটির আইসিইউ ইউনিটে তিনি চিকিৎসাধীন।

শুক্রবার (১৬ জুলাই ২০২১) সকাল ১০টায় ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মুক্তিযুদ্ধের সময় ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন। এর আগে, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণ শিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে তিনি ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে যোগ দেন।

তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে একুশে পদক লাভ করেন এই গুণী শিল্পী।

তার গাওয়া গানের মধ্যে রয়েছে ‘ও সখিনা’, ‘শান্তাহার’, ‘নেলসন মেন্ডেলা’, ‘নাম তার ছিল জন হেনরি’ প্রভৃতি।

সম্পর্কিত পোস্ট