শুক্রবার, ১৭ মে ২০২৪

প্রাণ বাঁচাতে দুরন্ত’৯৭’র অক্সিজেন সেবা

পিস বাংলা By পিস বাংলা আগ৮,২০২১
  • নিজস্ব প্রতিবেদক

দুরন্ত’৯৭ পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের জন্য চালু হলো অক্সিজেন সিলিণ্ডার সেবা। সংগঠনের নির্ধারিত নিয়মের মধ্যে সহজেই অক্সিজেন সিলিন্ডার বাসায় পৌঁছে দিবে মেডিক্যাল টিমের সদস্যরা।

রোববার (৮ আগস্ট ২০২১) নারায়নগঞ্জ এলাকায় অক্সিজেন সিলিণ্ডার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দুরন্ত’৯৭ মেডিক্যাল টিমের কার্যক্রম। মতলব উত্তর, ঢাকা ও নারায়নগঞ্জে বসবাসকারী দুরন্ত’৯৭ পরিবারের সদস্যরা এই সেবা ভোগ করতে পারবে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বন্ধু সংগঠন দুরন্ত’৯৭ প্রিয়জন হয়ে পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে দেশের যেকোন দুর্যোগকালে চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াতে। করোনায় আক্রান্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শ্বাসকষ্ট নিয়ে। অক্সিজেনের অভাবে মৃত্যুও হচ্ছিল অনেকের। তাই সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করেন।

কেবল অক্সিজেন সেবাই নয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে দুরিদ্র ও নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্ত অসহায় মানুষকে খাদ্য সহযোগিতাও দিয়েছেন দুরন্ত’৯৭ পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন দুরন্ত’৯৭-এর সভাপতি ইঞ্জিঃ গোলাম রসুল ঢালী, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন ফরহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহমুদুল হাসান পাভেল ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার।

দুরন্ত’৯৭ মেডিক্যাল টিমের ‍আহ্বায়ক ডা. খবির উদ্দিন ও সদস্য সচিব ডা. আব্দুল হান্নানের তত্ববধানে সেবায় সম্পৃক্ত থাকবে মেডিক্যাল টিমের সদস্য যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন, জিএম বাবু, মাকসুদুর রহমান মিঠু, বাবু সরকার, আরিফ উল্লাহ, জহিরুল হাসান মিন্টু, এস আলম, ডা. শাখাওয়াত হোসেন, নাসিমা আক্তার।

সম্পর্কিত পোস্ট