শুক্রবার, ১৭ মে ২০২৪

প্রণোদনা ঘোষণা ও অনুদানের দাবিতে পুস্তক ব্যবসায়ীদের স্মারকলিপি

পিস বাংলা By পিস বাংলা আগ১৮,২০২১
  • নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

বুধবার (১৮ আগস্ট ২০২১) দুপুরে রাজধানী ঢাকায় করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীরা কয়েক দফা দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন বলেন, বাংলাদেশের পুস্তক ব্যবসা খাতের জন্য কমপেক্ষ এক হাজার কোটি টাকার সহজশর্ত ও স্বল্পসুদে ঋণের বিশেষ প্রণোদনা প্যাকেজ বরাদ্দ প্রদান করা দরকার।

সম্পর্কিত পোস্ট