শুক্রবার, ১৭ মে ২০২৪

করোনার নয়, আন্দোলনের ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে

পিস বাংলা By পিস বাংলা আগ২৮,২০২১
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনার কারণে নয়, আন্দোলনের ভয়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে।’

শনিবার (২৮ আগস্ট ২০২১) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর বিশ্ববিদ্যালয় ঘিরে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘তাহলে সেজন্য তারা এত দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। অর্থাৎ করোনার কারণে নয়, শিশুদের নিরাপত্তার কারণে নয়, আন্দোলনকে ঠেকানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে, এটাই প্রমাণ হয়েছে তাঁর কথায়।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘গতকাল শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি নাকি তাঁর কথার উত্তর দেই না, উনি কি পত্রিকা পড়েন? আমি শুধু তাঁর কথার উত্তরই দেই না, তাঁর প্রতিটি কথার অত্যন্ত সঠিক তথ্যগুলো তুলে ধরি। করোনাতে কী করেছেন, মানুষের জীবন-জীবিকার জন্য কী করেছেন, সেগুলো বলুন। মানুষ দরিদ্র হচ্ছে, আর আওয়ামী লীগের প্রতিটি লোক ধনী হচ্ছে। বিদেশে বাড়ি-গাড়ি করছে।

বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগের নেতারা যেসব কথা বলেছে তাতে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লেগেছে। এটা সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। শুধু শুধু জিয়াউর রহমানকে টানা, এটা করতে গেলে এক সময় শেখ মুজিবুর রহমানকে টানা হয়। এগুলো আমরা করতে চাই না। তাঁরা সবাই আমাদের শ্রদ্ধেয় নেতা, তাঁদের সে জায়গাতেই রাখা উচিত।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট