শুক্রবার, ১৭ মে ২০২৪

বসুন্ধরা বিটুমিন প্লান্টের সঙ্গে সিসিসিএলের চুক্তি

পিস বাংলা By পিস বাংলা ডিসে৮,২০২১
  • দেশকাল ২৪ ডটকম

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ‘বঙ্গবন্ধু টানেল’ এ ব্যবহারের জন্য বসুন্ধরা বিটুমিন প্লান্টের সঙ্গে সিসিসিএলের চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্য দিয়ে দেশের উন্নয়ন খাতের এ মেগা প্রজেক্টে যুক্ত থাকছে বসুন্ধরা গ্রুপ।

বুধবার (৮ ডিসেম্বর ২০২১) বেলা ১১টায় এ উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বঙ্গবন্ধু টানেল কার্যালয়ের কনফারেন্স হলে বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমান এবং চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু টানেলের প্রজেক্ট ম্যানেজার লি ফ্যাং শিং।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) এজিএম (মার্কেটিং) সুকান্ত কুমার শাহা, বিওজিসিএলের ডেপুটি ম্যানেজার (একাউন্টস) শ্যামল মিয়া এবং সিসিসিএলের প্রধান প্রকৌশলী চাই জুলিয়াং, বিজনেস ম্যানেজার চেং হাইউই, ম্যাটেরিয়াল ম্যানেজার জিয়ং ক্যাং।

সম্পর্কিত পোস্ট