শুক্রবার, ১৭ মে ২০২৪

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করে জাতিকে কলঙ্ক ও দায়মুক্ত করতে চাই : মুক্তিযুদ্ধমন্ত্রী

পিস বাংলা By পিস বাংলা ডিসে১৭,২০২১
  • বিশেষ প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না করতে পারলে জাতি দায়মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আমরা জাতিকে কলঙ্ক ও দায়মুক্ত করতে চাই।

শুক্রবার (১৭ ডিসেম্বর ২০২১) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আমরা আপনাদের কাছে অনুরোধ করব কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করার জন্য। যেকোনো বিষয়ে যদি দালিলিক প্রমাণ না থাকে তবে সেটি জাতির জন্য চরম লজ্জাজনক।

ভিআইপিরা গেলে রাস্তাঘাট বন্ধ হয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আ ক ম মোজাম্মেল হক বলেন, বর্তমানে ঢাকা শহরে যে পরিমাণ রাস্তাঘাট প্রয়োজন তার ১০ ভাগের একভাগও নেই।

যতদিন পর্যন্ত মেট্রো রেল না হবে, আন্ডারপাস না হবে, আরও বহুসংখ্যক ফ্লাইওভার না হবে ততদিন কষ্ট করতেই হবে।

তিনি আরও যোগ করেন, রাস্তাঘাটে চলাফেরা কাউকে বাধা দেওয়া হয় না। রাষ্ট্রের অংশ হিসেবে কিছু কিছু লোককে নিরাপত্তার খাতিরে অনেক সময় রাস্তা বন্ধ করা হয়। তবে সেটা ঢালাওভাবে করা ঠিক হবে না।

সম্পর্কিত পোস্ট