সোমবার, ২০ মে ২০২৪

শেষ ধাপে ১৩৮ ইউপিতে ভোট ৭ ফেব্রুয়ারি

পিস বাংলা By পিস বাংলা ডিসে২৯,২০২১
  • নিজস্ব প্রতিবেদক

শেষ ধাপে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে আগামী ৭ ফেব্রুয়ারি। আজ বুধবার এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) রাতে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে ইউপি নির্বাচনের শেষ ধাপের ভোটের তারিখ সম্পর্কে নিশ্চিত করেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি।

মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি। চতুর্থ ধাপে দেশের ৮৩৬ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর। পঞ্চম ধাপে আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউপি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট