শুক্রবার, ১৭ মে ২০২৪

এবারের বইমেলা হবে দুই সপ্তাহ

পিস বাংলা By পিস বাংলা ফেব্রু৯,২০২২
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণের কারণে এবারের বইমেলা এক মাসের পরিবর্তে দুই সপ্তাহ হবে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে মেলার সময় আরও বাড়তে পারে।

বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২২) বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার প্রস্তুতিসভা শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ কথা বলেন।

কে এম খালিদ বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা হয়নি । ১ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছিল সরকার।

এ নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে জানিয়েছিলেন, দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে, সেই তারিখ পরে নির্ধারণ করা হবে।

সম্পর্কিত পোস্ট